আশাশুনি প্রতিনিধি: খ্রীষ্টিয়ানদের ধর্মীয় ইতিহাস রক্ষার্থে ঈশ্বরীপুরে সরকারি ভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে একটি তীর্থ কেন্দ্র/মডেল গীর্জা নির্মাণ করতে হবে। দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে খ্রীষ্টান ছাত্র-ছাত্রীরা পড়াশুনা করছে, সেখানে তাদের ধর্মশিক্ষার জন্য খ্রীষ্টান ধর্ম শিক্ষক নিয়োগ দিতে হবে। জাতীয় কর্মসূচীতে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনকে সাংগঠনিক ভাবে নিমন্ত্রণ করতে হবে ও অনুষ্ঠানের শুরুতে অন্যান্য ধর্মীয় গ্রহন্তের ন্যায় পবিত্র বাইবেল পাঠের ব্যবস্থা করতে হবে।
প্রত্যেক জেলা ও উপজেলায় সরকারিভাবে খ্রীষ্টানদের কবর স্থানের ব্যবস্থা করতে হবে। সাতক্ষীরা সুলতানপুর/ বাটকেখালীস্থ খ্রীষ্টরাজার গীর্জার নিজস্ব সম্পত্তি চালতেতলাস্থ খ্রীষ্টান কাথলিক কবর স্থানের সামনে (পূর্ব ও দক্ষিণ দিকে) রাস্তার ধার দিয়ে অবৈধ ভাবে দোকান ঘর নির্মাণ করে কবর স্থানের পবিত্রতা নষ্ট হচ্ছে। সেই কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে ও কবর স্থানের উন্নয়ন কল্পে জরুরীভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
খ্রীষ্ট রাজার গীর্জার ফাদারদের বাস ভবনের পূর্বপার্শ্বে রাস্তার ধারে পৌরসভা কর্তৃক নির্মিত ডাষ্টবিনটি দুর্গন্ধ মুক্ত রাখার জন্য অন্যত্র স্থাপন (অপসারণ করতে হবে)।
সাতক্ষীরা জেলায় অন্তত দুইটি সরকারিভাবে মডেল গীর্জা নির্মাণ করতে হবে। ধর্মীয় উৎসব ইষ্টার সানডেতে সরকারিভাবে সাধারণ ছুটির ব্যবস্থা করতে হবে। “ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখো বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের বার্ষিক সভা ও প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বললেন, বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট নির্মল রোজারিও। শুক্রবার (৭ মার্চ) বেলা ১১ টায় বড়দল সেন্ট জেভিয়ার চার্চের হলরুমে বার্ষিক সমন্বয়ে সভা ও প্রতিনিধি সমাবেশে শুরুতেই আমন্ত্রিত অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। খ্রিস্টান এসোসিয়েশন আশাশুনি উপজেলা শাখার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ধর্ম পল্লীর পালক পুরোহিত রেভাঃ ফাদার জুয়েল ম্যাকফিল্ড।
খ্রীস্টান এসোসিয়েশনের আশাশুনি উপজেলা শাখার সভাপতি পিউস হালদার ও সাধারণ সম্পাদক লালন সরকারের ব্যবস্থাপনায় সভায় গেষ্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শাখার প্রেসিডেন্ট রোটারিয়ান স্বপন বৈরাগী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক পৌল সাহা, কলারোয়ার পালক ডেবিট গনেশ বিশ্বাস, ধর্ম পল্লীর সহকারী পালক পুরোহিত রেভাঃ ফাদার মার্টিন শঙ্কর মন্ডল প্রমুখ। সবশেষ উপস্থিত অতিথিবৃন্দ সহ খ্রীস্টান এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দদের নিয়ে স্টার সানডে তিন এইচএসসি পরীক্ষা বাতিলের দাবি সহ মোট নয়টি দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।