নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ইজিবাইকের ইস্টিয়ারিং সাথে বিশেষ কৌশলে জড়িয়ে রাখা ১৫ টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। একই সাথে ইজিবাইকসহ পাচারকারী সোহেল উদ্দীনকে আটক করা হয়েছে। আটক সোহেল উদ্দীন কলারোয়া উপজেলার হটাৎগঞ্জ এলাকার আইসপাড়া গ্রামের হামেজ উদ্দীনের পুত্র। রবিবার রাতে সদরের আবাদের হাট এলাকা থেকে তাকে আটক করে বিজিবি সদস্যরা।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আশরাফুল ইসলাম জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা আবাদের হাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ইজিবাইক চালক সোহেল উদ্দীনকে সন্দেহ হওয়ায় তাকে আটক করে।
পরবর্তীতে তার কাছে থাকা ইজিবাইক তল্লাশী করে বিশেষ কৌশলে ইজিবাইকের ইস্টিয়ারিং এর সাথে টেপ দিয়ে জড়িয়ে রাখা ১৫ টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধার হওয়া স্বর্ণের বারের আনুমানিক মূল্য ২ কোটি ৩৫ লক্ষ ৩৫ হাজার টাকা। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।##