ফিচার

জুলুম-নির্যাতন চালিয়ে ইসলামী আন্দোলন কখনো দমানো যাবেনা: মুহাঃ ইজ্জত উল্লাহ

By daily satkhira

March 10, 2025

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, ‘বিগত ফ্যাসিবাদী আমলে আমাদের সব কটি অফিস সিলগালা করে দেওয়া হয়েছিল। আমাদের নেতা-কর্মীদের ঘর থেকে তুলে নিয়ে গুম, খুন, নির‌্যাতন করা হয়েছে। আমাদের নেতাদের বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু তারা ইসলামী আন্দোলনকে শেষ করতে পারিনি। এমনকি জুলুম-নির্যাতন চালিয়ে ইসলামী আন্দোলন কখনো দমানো যায়নি, ভবিষ্যতেও যাবেনা

সোমবার (১০ মার্চ) বিকালে উপজেলার জালালাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইজ্জতউল্লাহ আরও বলেন, ‘জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী সংগঠন। জামায়াত দেশকে একটি মডেল রাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এ মহতী কাজ সম্পাদনের জন্য একদল আদর্শ ও চরিত্রবান লোক তৈরি করার কোনো বিকল্প নেই। সে লক্ষ্যেই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আব্দুল মোনায়েম’র সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ এরফান’ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর ইউনিট সদস্য মাওলানা মোঃ ওমর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার শওকত আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী, কলারোয়া আলীয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমাদ আলী, অধ্যাপক মশিউল আলম, অধ্যক্ষ আব্দুল বারিক, মাওলানা জিয়াউল ইসলাম তুহিন, মাওলানা ইমাম হুসাইন, অধ্যাপক মহিদুল ইসলাম, আহসান হাবীব মন্টু, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা দেলাওয়ার হোসাইন, প্রভাষক আব্দুর রহিম প্রমুখ।