প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার সুরক্ষা ও সামাজিক অংশগ্রহন বৃদ্ধির লক্ষ্যে গঠিত সাতক্ষীরা জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রিসার্চ ইনেশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর হোপ প্রকল্পের সহযোগীতায় মঙ্গলবার দুপুরে পলাশপোলস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা সিএসও’র সভাপতি এড. আল মাহমুদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন, রিইব’র হোপ প্রকল্পের জেলা এরিয়া কো-অডিনেটর রেহেনা পারভীন । সভায় স¤প্রতি শিশু আছিয়ার ধর্ষকের ফাঁসি নিশ্চিত করা সারা দেশে ধর্ষন ও নারী নির্যাতনের বিরুদ্ধে স্বোচ্ছার হওয়ার জন্য সকলকে আহŸান জানানো হয়। এছাড়া জেলা সিএসও’র সভাপতি ঢাকায় সাতক্ষীরার উপস্থিত হয়ে প্রস্তাব উপস্থাপন ও পাশ করা নিয়ে আলোচনা হয়। এরপর ধারাবাহিক ভাবে আলোচ্যসূচী অনুযায়ী আলোচনা সভা পরিচালিত হয় আলোচনা এক পর্যায়ে সদস্যরা তাদের গৃহীত পদক্ষেপ গুলো আলোচনা করেন একটি বাল্য বিবাহ বন্ধ করা সম্ভব হয়েছে এবং একটা পারিবারিক মামলা রিফারেল এর মাধ্যমে চলমান রাখা সম্ভব হয়েছে বলে জানান সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন, সুন্দরবন টেক্সটাইলস মিলস হাইস্কুলের প্রধান শিক্ষক শাহাজান সিরাজ, দলিত পরিষদ জেলার সভাপতি গৌর পদ দাশ, জেলা সিএসও’র সদস্য এম. বেলাল হোসাইন, হোসনেয়ারা, আকবর আলীসহ অন্যরা। প্রেস বিজ্ঞপ্তি