ফিচার

সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্য এলাকা থেকে ৩ জেলে আটক

By daily satkhira

March 12, 2025

শ্যামনগর প্রতিনিধি : সুন্দরবনের বান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকার হেতাল খাল থেকে ৩ জেলেকে আটক আটক করেছে স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান,১২ মার্চ সকাল ১১ টার সময় স্মার্ট পেট্রোল টিমের দায়িত্বরত কর্মকর্তা শিবের মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মান্দার বাড়িয়ার অভয়ারণ্য এলাকার হেতাল খাল থেকে ৩জন জেলে সহ ১টি ডিঙ্গি নৌকা ও অন্যান্য সামগ্রী সহ আটক করে।

আটককৃতদের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনের প্রক্রিয়া চলছিল বলেও তিনি জানান।