ফিচার

সাতক্ষীরায় ধর্ষকের প্রতীকী ফাঁসি : মানবন্ধন

By daily satkhira

March 12, 2025

নিজস্ব প্রতিনিধি : দেশব্যাপী চলমান ধর্ষণ প্রতিরোধ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কার্যকর করে নারীসহ জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরায় ধর্ষকের প্রতীকী ফাঁসি ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আয়োজনে বুধবার বিকালে সাতক্ষীরা শহীদ আসিফ চত্বরে অনুষ্ঠিত প্রতীকী ফাঁসি ও মানবন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আরাফাত হোসাইন ,সদস্য সচিব সুহাইল মাহদীন,মুখ্য সংগঠন আল শাহরিয়ার, সংগঠক হাসিবুল হাসান ,মুখ্য পাত্র মোহিনী পারভীন, যুগ আহবায়ক রকিবুল ইসলামসহ অন্যরা।

বক্তারা বলেন, শিশু আছিয়ার ধর্ষকদের দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে। এছাড়া ধর্ষকদের শাস্তি নিশ্চিতের দাবিতে ফাঁসির মঞ্চ তৈরি করে মানুষের অবয়বে একটি মানুষ তৈরি করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে তারপর আগুনে পোড়ানো হয়েছে। ধর্ষকদের শুধু ফাঁসি দিলে হবে না। তাদের আগুনে পুড়িয়ে ছাই করে দিতে হবে। যাতে ধর্ষনের মত ঘৃণিত কাজ আর কেউ করতে না পারে।