ফিচার

সুন্দরবনের গাছের ডাল থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করেছে দুই জেলে

By daily satkhira

March 14, 2025

অনলাইন ডেস্ক : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাদুরঝুলি খালের পাশে গাছের ডাল থেকে এক বয়স্ক নারীকে উদ্ধার করেছে দুই জেলে। বৃহস্পতিবার সন্ধায় ওই নারীকে নিয়ে বাড়ি গাবুরায় ফেরেন তারা।

উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর। তার নাম শুকুরুন নেছা। তার স্বামীর নাম গফফার। তার একটি ছেলে রয়েছে নাম রফিকুল। বাড়ি খুলনাতে এছাড়া আর কিছুই বলতে পারছেন না তিনি। কিছুটা মানুষিক ভারসম্যহীন বলে ধারণা করা হচ্ছে।

গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আলমগীর খাঁ জানান, নৌকায় দু’জন কাকড়া ধরতে গিয়েছিলাম। ফিরে আসার সময় বাদুরঝুলি খালের পাশে একটি গাছের ডালে ওই বৃদ্ধা নারীকে দেখতে পাই। সাথে সাথে ওখান থেকে নামিয়ে তাদের নৌকা তে নিয়ে আসে।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমানের বলেন, এমন ঘটনা এখনো আমাদের কেউ জানায়নি, তবে এই বৃদ্ধ নারী বড় বড় নদী পার হয়ে গহীন বনে কীভাবে পোঁছালো, সেটিও বড় প্রশ্ন। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।