শ্যামনগর

শ্যামনগরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার

By daily satkhira

March 19, 2025

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামী স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে। বুধবার (১৯ মার্চ) বিকেল ৫টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাংবাদিকতার গুরুত্ব, গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা গোলাম মোস্তফা ও প্রভাষক আব্দুল হামিদ। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান, সঞ্চালনায় ছিলেন সাংবাদিক হুসাইন বিন আফতাব।

উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম ইমাম মনির, সেক্রেটারি মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক রনজিৎ বর্মন, সাংবাদিক আনিস সুমনসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে কাজ করাই তাদের প্রধান দায়িত্ব। রমজান আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয়, যা মানবতার কল্যাণে কাজে লাগাতে হবে।”

বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের চ্যালেঞ্জ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।