ফিচার

বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের ইফতার

By daily satkhira

March 21, 2025

প্রেস বিজ্ঞপ্তি : বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বিকাল ৪টায় সাতক্ষীরা নবারুন উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের সভাপতি ও কৃষিবিদ জিয়াউল হক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও জেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি আলহাজ¦ ডা: আবুল কালাম বাবলা।

বিশেষ অতিথি ছিলেন, আলেমেদিন ড. মুফতি আক্তারুজ্জামান, চলচিত্র ব্যক্তিত্ব ও বন্ধনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেন, বেতার ও টিভি নাট্যকর আ: ওহাব আজাদ,সাধারণ সম্পাদক অতুল কুমার ঘোষ, শিক্ষাবিদ ও ঊষা সংস্থার নির্বাহী পরিচালক মো: শামসুজ্জোহা, নবারুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আ: মালেক, শিক্ষাবিদ ও গবেষক প্রভাষক ফরিদ উদ্দীন মাসউদ,সহকারি পরিচালক আসিফুল আলম, অভিনেতা রুহুল আমিন ময়না, নাট্য অভিনেতা অনুজিৎ মন্ডল, কৌতুক অভিনেতা ইব্রাহিম হোসেন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, অভিনেতা নূরুল হুদা ফুল, অভিনেতা ইকবাল হোসেন, শিল্পী ছন্দা মন্ডল, ইসলামী সংগীত শিল্পী টিপু সুলতান, জাহিদ হাসান, সৈকত জাকির হোসেন, মনিরা খাতুন, ডেইজি সরদার, আ: সেলিম কবি প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট টিভি নাট্য পরিচালক মো: মুছা করিম। এসময় বক্তারা বলেন, বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত (“বন্ধন টেলিমিডিয়া”) শিল্পীদের অভিনিত নানা সাংস্কৃতিক কার্যক্রম প্রচারিত হবে। দোয়া পরিচালনা করেন মুফতি আক্তারুজ্জামান। ##