ফিচার

গাজায় বর্বর ইসরাইলের গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

By daily satkhira

March 21, 2025

নিজস্ব প্রতিনিধি : যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বর্বর ইসরাইলের গণহত্যার সাতক্ষীরায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা শহর শিবিরের আয়োজনে শুক্রবার বাদ জুম্মা খুলনারোড মোড়স্থ আফিস চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

শহীদ আফিস চত্বরে বিক্ষোভ পরবর্তী সমাবেশে শহর সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা শহর সভাপতি আল মামুন।

এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট আজিজুল ইসলাম, সাবেক শহর সভাপতি খোরশেদ আলম, আবু তালেব, আনিসুর রহমান ও সাবেক জেলা সভাপতি আব্দুল গফুরসহ অন্যরা।

বক্তারা বলেন ইসরাইলকে সন্ত্রাসী অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। গোটা পৃথিবীর মুসলমান এক হয়ে ইসরাইলকে ঘোরাও করে নিতানিয়াহুকে ফাঁসিতে ঝুলাতে হবে। পৃথিবী থেকে ওই ইসাইলকে মুছে ফেলতে হবে। গাজায় গণহত্যায় জড়িত নিতানিয়াহুয়ার বিচারের দাবিতে জাতিসংঘ ঘেরাও করার জন্য মুসলিম বিশ্বকে ঐকব্যদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।