ফিচার

দলিত জনগোষ্ঠীর প্রতিসকল প্রকার বৈষম্যের অবসানের লক্ষে সাতক্ষীরায় মানববন্ধন

By daily satkhira

March 21, 2025

আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবসে দলিত জনগোষ্ঠীর প্রতিসকল প্রকার বৈষম্যের অবসানের লক্ষে সাতক্ষীরায় মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ দলিত পরিষদ জেলা শাখার সভাপতি গৌর পদ দাশ।

বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের আইন উপদেষ্টা এড. খগেন্দ্র নাথ ঘোষ, বাংলাদেশ জাসদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা ভ‚মিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জে এস ডি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল জব্বার, শওকত হোসেন, বেদে সভাপতি আকবর আলী, বাংলাদেশ দলিত পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি কাশিনাথ দাশ,

সাধারণ সম্পাদক কানাই লাল,আশাশুনির সভাপতি স্বপন দাশ, কালিগঞ্জের সভাপতি তাপস মন্ডল, দেবহাটার সভাপতি গোপাল দাস,মহিলা সম্পাদিকা ঝরনা দাশ, সাধারণ সম্পাদিকা পুজা দাশসহ অন্যরা। এসময় বক্তারা বলেন জাতপাতের বৈষম্য নির্মূল, প্রতিনিধিত্ব নিশ্চিত করা, শিক্ষা ও কর্মসংস্থান সুবিধাসহ ঐতিবাহিত ১৪ দফা দ্রæত বাস্তবায়ন করতে হবে। এছাড়া জন্ম ও পেশাগত পরিচয়ের কারনে দলিত জনগোষ্ঠীর প্রতি সকল প্রকার বৈষম্যের চির অবসানের লক্ষ্যে ও মানবাধিকার সুরক্ষার দাবি জানান। মানববন্ধন শেষে একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি