ফিচার

বিশ^ পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনাসভা

By daily satkhira

March 22, 2025

নিজস্ব প্রতিনিধি : বিশ^ পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় সুন্দরবন ফাউন্ডেশনের আয়োজনে সাতক্ষীরার খামারবাড়ীর হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক মোজ্জামেল হকের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম। বেসরকারী সংস্থা বেলা, আনন্দ, প্রেরণার সহযোগিতায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওসিসির প্রোগ্রাম অফিসার মো: আব্দুল হাই সিদ্দিকী, আনন্দের প্রোগ্রাম ম্যানেজার মো: আমিরুল ইসলাম, সিডাবøুসি এস এর মো: রুহুল আমিন, মিশন মহিলা উন্নয়ন সংস্থার আব্দুল্লাহ, অর্জন ফাউন্ডেশনের মহুয়া মঞ্জুরি, পিএসএফ’র রিয়াজুল ইসলাম, সাকিবুর রহমান, মাহবুব, মাসুদ রানা প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন। বক্তারা বলেন, দীর্ঘ এক যুগেও সমাধান হয়নি সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ধারণের অন্যতম প্রতিবন্ধকতা সুপেয় পানির সংকট। জলবায়ু পরিবর্তন আর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারনে পানির লেয়ার নিচে নেমে যাওয়া আর প্রতি বছর প্রাকৃতিক দূর্যোগে লোকলয়ে নোনা পানি প্রবেশ করায় এখানকার সুপেয় পনির উৎসগুলো ব্যবহার অনুপোযোগি হয়ে পড়েছে অন্যদিকে টিউবয়েলের পানিতে আর্সেনিক ও অতি মাত্রায় আয়রনের পাশাপাশি লবনাক্ততা বৃদ্ধি পেয়েছে। ফলে সুপেয় পানি সংকটে নানান রোগে ভুগছে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের হাজার হাজার মানুষ। বক্তারা অবিলম্বে সুপেয় পানির সংকট লাঘবে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। ##