ফিচার

সাতক্ষীরায় নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বাজারে আসছে নারী ন্যাপকিন

By daily satkhira

March 24, 2025

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার প্রান্তিক নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বাজারে আসছে নারী ন্যাপকিন। যেটি স্বল্প মূল্যে হাতের কাছেই পাবেন প্রান্তিক নারীরা। বর্তমান সময়ে এসেও নারীরা তাদের স্বাস্থ্যে বিষয়ে উদাসীন। অনেক সময় চাইলেও হাতের কাছে না পেয়ে হয়রানির শিকার হতে হয়। নারী যাতে হাতের কাছেই ন্যাপকিনের সুরক্ষা পেতে পারে সে লক্ষ্যেই এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত উপক‚লীয় সাতক্ষীরায় জননিয়ন্ত্রিত জলবায়ু অভিযোজন এবং টেকসই জীবিকায়ন কর্মসূচি প্রকল্পের অংশীজনের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা।

প্রেরণার নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ফরহাদ জামিল।

বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নাজমুল হুদা এবং প্রশিক্ষন ও ডকুমেন্টেশন অফিসার মৃত্যুঞ্জয় সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা বিসিকের উপ-পরিচালক গৌরব দাশ, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল অফিসার ডা: মফিজুল ইসলাম, সূর্যের হাসি’র ম্যানেজার মিকাইল হোসেন, আনন্দ’র প্রোজেক্ট ম্যানেজার আমিরুল ইসলামসহ অন্যরা। প্রধান অতিথি বলেন, বর্তমানে যে সব নারী রোগে আসে। তাদের অধিকাশংই জরায়ুতে সমস্যা নিয়েই আসে। একটু সচেতন হলেই কিন্তু এসব রোগ থেকে মুক্ত থাকা যায়। সে ক্ষেত্রে অবশ্যই সকলকে ন্যাপকিন ব্যবহার করতে হবে। প্রয়োজনে পুকুরে গোসল করা থেকে বিরত থাকতে হবে। ###