ফিচার

সাতক্ষীরায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

By daily satkhira

March 24, 2025

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-০৬। গ্রেপ্তারকৃতের নাম মোঃ আব্দুল মান্নান গাজী (৫৫)।

সে দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের মোঃ জামাল গাজীর ছেলে। রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামী মোঃ আব্দুল মান্নান গাজী সাতক্ষীরা সদর ও খুলনা মহানগর এলাকায় দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছিল।

২০২২ সালে খুলনা মহানগর এলাকায় মাদক ব্যবসা পরিচালনাকালে হনিণটানা থানায় মাদকসহ আটক হয়ে তার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু হয়। বর্নিত আসামি মামলা রুজুর পর থেকে পলাতক থাকে।

মামলার বিচারকার্য় শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত আসামি মোঃ আব্দুল মান্নান গাজীকে ৫বছর সাজা প্রদান করেন। আসামি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে র্দীঘ ৪ বছর যাবৎ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়।

পরবর্তীতে র‌্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামির অবস্থান নিশ্চিত করে আসমিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।