ফিচার

স্মার্ট মেডিকেল সেন্টারে গ্রাম ডাক্তার সমিতির ইফতার

By daily satkhira

March 26, 2025

প্রেস বিজ্হডিপ্ত : স্মার্ট মেডিকেল সেন্টারে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এবং সাতক্ষীরা পৌর শাখার বাস্তবায়নে ২৬ শে মার্চ ২৫ রমজান স্মার্ট মেডিকেল সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গ্রাম ডাঃ মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ ফরহাদ জামিল টিটু, সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগের ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা শেখ সাঈদ আহমেদ রঞ্জু, মোঃ শফিউল ইসলাম, মোঃ আবুল কালাম।

সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আব্দুল গফফার এর পরিচালনায় অন্যান্যের এর মধ্যে উপস্থিত ছিলেন স্মার্ট মেডিকেল সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি গ্রাম ডাঃ ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ এম এ হাসান, পৌর শাখার সভাপতি গ্রাম ডাঃ অনির্বাণ সরকার, সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আল আমিন গাজী, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ রুহুল আমিনসহ সাতক্ষীরা জেলা, সদর উপজেলা এবং পৌরসভা শাখার গ্রাম ডাক্তার বৃন্দ। এর আগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে খুলনা রোড মোড় শহীদ আসিফ চত্বর থেকে র‍্যালি বের হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশ ও জাতের সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন গ্রাম ডাঃ হাফেজ আবুল বাশার।