ফিচার

জেলা প্রশাসক মোস্তাক আহমেদের মতবিনিময় সভা

By daily satkhira

March 27, 2025

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর বিদায় এবং যোগদান বিষয়ে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার ২৭ শে মার্চ সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন মোস্তাক আহমেদের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদ মোস্তাক আহমেদ বলেন, শিক্ষকরা কোনদিনও অবসরে যায় না। শিক্ষকদের কাছে সমাজের মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে, যে মানুষ সমাজকে কিছু দিতে পারে সমাজের জন্য কিছু করতে পারে তার কর্মের মাঝে সে আজীবন বেঁচে থাকে।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা,সদ্যযোগদানকৃত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন, সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মোঃ রবিউল ইসলাম, বিদ্যালয়ের উচ্চমান সহকারী মোহাম্মদ আইয়ুব আলী প্রমুখ।