ফিচার

সাবেক এমপি কাজী শামসুর রহমান স্মরনে দোয়া ও ইফতার

By daily satkhira

March 28, 2025

প্রেস বিজ্ঞপ্তি : জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, সাতক্ষীরা সদর আসনের তিনবার নির্বাচিত সংসদ সদস্য, মরহুম কাজী শামসুর রহমান সম্মরনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৮ মার্চ শুক্রুবার বিকাল সাড়ে ৫টায় শহেরর সুলতানপুরস্থ নিজ বাড়ি কাজী নিবাসে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ড জামায়াতের আমীর প্রভাষক আব্দুল কাদেরের সভাপতিত্বে ও মরহুমের বড় ছেলে কাজী সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, সাবেক চেয়ারম্যান শহীদ হাসান,শুরুা সদস্য শিবিরের সাবেক জেলা সভাপতি এড. আজিজুল ইসলাম, দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ^াস, শিবিরের শহর সেক্রেটারী মেহেদী হাসান, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুস্তাফিজুর রহমান। ইফতার মাহফিলে মরহুম কাজী শামসুর রহমানের পরিবার পরিজন, আত্নীয়স্বজন, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।