আশাশুনি

আশাশুনিতে জমি জবর দখল ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

By daily satkhira

April 06, 2025

আশাশুনি প্রতিনিধি:

আশাশুনিতে অপপ্রচার, মিথ্যা মামলায় হয়রানি ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্ৰামবাসীর আয়োজনে রবিবার বেলা ১১টায় উপজেলার বড়দল ইউনিয়নের তেঁতুলিয়া ব্রীজ সংলগ্ন ফকরাবাদ হাবিবুর গাজীর মিলের পাশের মেইন সড়কে এ পৃথক কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভুগী ফকরাবাদ গ্ৰামের ছাইদ গাজীর পুত্র আমান উল্লাহ, ছাক্কার গাজীর পুত্র সালাম গাজী, ছাইদ গাজীর কন্যা ফুন্টি খাতুন ও মোজাম গাজীর পুত্র লিয়াকত গাজী প্রমুখ।

বক্তারা বলেন, সাবেক এমপি রুহুল হকের ধরম ছেলে, আওয়ামী লীগের দোসর এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ফকরাবাদ গ্ৰামের দাউদ গাজীর পুত্র মোঃ সোলায়মান গাজী ও হাবিবুর গাজী কতৃক চাচাতো ভাই আমান গাজী ও শাহাদাত গাজী গংদের জমি জবর দখল, মিথ্যা মামলা, অপপ্রচার ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে প্রতিনিয়ত হয়রানি করে চলেছে। বক্তারা আরও বলেন, সোলাইমান গাজী ও হাবিবুর গাজী অসহায় ছবেদ গাজী গংদের ফকরাবাদ মৌজার ৫৪ নং খতিয়ানের ১৯ দাগে ১৪ শতক ডাঙা, ৫৫ খতিয়ানে ২১ দাগে ৫০ শতক ডাঙা এছাড়া ৭৪ দাগে ১ একর ৩৩ শতক চর ও ৫৩ খতিয়ানে ২০ দাগে ১ একর ৫৭ শতক ডাঙা জমির মধ্যে তাদের প্রাপ্পের চেয়ে ৩৩ শতক বেশি জমি দীর্ঘ দিন যাবত জোর পূর্বক জবর দখল করে আসছে। পৈত্রিক সম্পত্তি উদ্ধার করতে গেলেই তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়।

৬ মাস পূর্বে তাদের মিথ্যা মামলায় ছাইদ গাজী, সালাম গাজী, ফুন্টি খাতুন ও তার চার বছরের কন্যা সন্তানকে জেল খাটিয়েছে। এতেও তারা খ্যান্ত হয়নি আমান উল্লাহর নামে মিথ্যা মামলা করা হয়েছে। মানববন্ধনে বক্তারা ও এলাকাবাসী প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আওয়ামী লীগের দোসর এই সোলাইমান ও হাবিবুরের জমি জবর দখল, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিকার প্রার্থনা করেছেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।