আশাশুনি

সাতক্ষীরায় পানিবন্দী ১০০ পরিবারে ছাত্রশিবিরের উপহার

By daily satkhira

April 06, 2025

প্রেস বিজ্ঞপ্তি :সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীর বাঁধভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দরা।

রবিবার (৬ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে পানিবন্দি ১০০ পরিবারের হাতে উপহার তুলে দেন ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।

সাতক্ষীরা জেলা সভাপতি ইমামুল ইসলাম’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শাখা সভাপতি আল মামুন, সাতক্ষীরা জেলা সভাপতি ইমামুল ইসলাম , সাতক্ষীরা জেলা শিবিরের সাবেক সভাপতি মাওলানা রুহুল আমিন, খুলনা জেলা দক্ষিণ সভাপতি আবু জার গিফারীসহ জেলা ও থানা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

এবারের পাকেজে ১০০ পরিবারের কাছে চাল, ডাল, আলু,সয়াবিন তেল, পেঁয়াজ, লবনসহ জরুরী ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।