আশাশুনি

আশাশুনিতে বানভাসী মানুষের মাঝে জেলা পুলিশের পক্ষে উপহার সামগ্রি

By daily satkhira

April 09, 2025

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বানভাসী মানুষের মাঝে জেলা পুলিশ উপহার সামগ্রী বিতরণ করেছে।

বুধবার বেলা ১১টায় সময় সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে আশাশুনির আনুলিয়া ইউনিয়নের বিছট ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে ১১গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়ে।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া অসহায় ও মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের পক্ষে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খাঁন।

ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন, এসআই রাজিব মন্ডল সহ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।