শ্যামনগর

শ্যামনগরে সাজাপ্রাপ্ত আসামি রুহুল কুদ্দুস আটক

By daily satkhira

April 09, 2025

শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরা বিজ্ঞ আমলি ৫ নং আদালতের সি আর ২৩০/২৩ নং মামলায় ১৩৮ ধারায় সাজাপ্রাপ্ত আসামী বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল কুদ্দুস (৫৫)কে শ্যামনগর থানা পুলিশ গত ৯ এপ্রিল সকালে আটুলিয়া ইউনিয়নের ছোট কুপুট গ্রামে তার বোনের বাড়ি থেকে আটক করে কোট হাজতে রোল করেছে।

তিনি শ্যামনগর উপজেলার আবাদ চন্ডিপুর গ্রামের ওমর আলী মোল্লার পুত্র। তিনি কয়েক বছর পূর্বে আটুলিয়া গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী রোজিনা পারভিনের নিকট থেকে ৯ লক্ষ্য বিশ হাজার টাকা নিয়ে একটি চেক প্রদান করেন। রোজিনা পারভিন বারবার তার কাছে টাকা চেয়ে না পেয়ে সে গত ২//৪/২০২৩ তারিখে সাতক্ষীরা ৫ আমলি আদালত মামলা করে। উক্ত মামলায় বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে চার মাস বিনাশ্রম কারাদণ্ড এবং চেকে বর্ণিত ৯ লক্ষ ২০ হাজার টাকা সম পরিমাণ অর্থদণ্ডে দন্ডিত করেছে।

তিনি গত ১৯/১১/২০২৪ হতে চলতি মাসেও স্কুলে অনুপস্থিত থাকলেও তার চাকুরী এখনো বহাল রয়েছে। রোজিনা পারভিন এর মামলার রায়ের কপি বুড়িগোয়ালিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করলেও এখনো উক্ত সাজাপ্রাপ্ত শিক্ষক রুহুল কুদ্দুস এখনো চাকরিতে বহাল রয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোল্লা হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।