সাতক্ষীরা

টেকসই পরিবেশের দাবিতে সাতক্ষীরায় ভিবিডি’র গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক

By daily satkhira

April 11, 2025

নিজস্ব প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে বিশ্বকে রক্ষা করতে এবং টেকসই পরিবেশ গড়ার দাবিতে সাতক্ষীরায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে শহরতলীর বিনেরপোতা এলাকায় পানিতে দাঁড়িয়ে পরিবেশবান্ধব বার্তা সম্বলিত পোস্টার হাতে কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের তরুণ সদস্যরা। “দেয়ার্স নো প্ল্যানেট বি’, ‘স্টপ ক্লাইমেট চেঞ্জ’, ‘সল্যুশন নট পল্যুশন” সহ নানা স্লোগানে তাঁরা জলবায়ু ন্যায়ের দাবিতে সরব হন।

এ সময় আয়োজকরা বলেন, জলবায়ু পরিবর্তন সবচেয়ে বেশি প্রভাব ফেলছে উপকূলীয় জেলা সাতক্ষীরার মতো অঞ্চলে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, নদীভাঙন ও অতিবৃষ্টির কারণে স্থানীয় মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।

ভলান্টিয়ার ফর বাংলাদেশের সাতক্ষীরার সভাপতি মো. ইব্রাহিম খলিল বলেন, আমাদের জেলা জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি অনুভব করে। আমরা চাই বিশ্ব নেতৃবৃন্দ এই সংকট মোকাবেলায় আরও কার্যকর ও জরুরি পদক্ষেপ নিক।

আরেক স্বেচ্ছাসেবী ইসরাত জাহান ফারিহা বলেন, “আমরা যুব সমাজ হিসেবে জলবায়ু সংকটের বিরুদ্ধে সচেতনতা গড়তে মাঠে নেমেছি। পরিবেশ বাঁচাতে আমাদেরই প্রথম এগিয়ে আসতে হবে।”

সাবেক সভাপতি ও পরিবেশকর্মী মো. হোসেন আলী বলেন, প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দিতে হবে, কারণ প্রকৃতি তার নিজস্ব গতিতে চলবে। এই গতি বাধাগ্রস্ত হলেই আমাদের দুর্ভোগ নামবে। পৃথিবীতে যত প্রাণী আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমরা মানবকুল। কিন্তু জলবায়ু পরিবর্তনের এই মহামারীর জন্য দায়ী আমরাই।

তিনি আরও বলেন, আমরা পরিবেশে ক্ষতিকর উপাদান বাড়াচ্ছি, আর পরিবেশবান্ধব উপাদান ধ্বংস করছি। আমরা আধুনিকায়নের দিকে যাচ্ছি ঠিকই, কিন্তু পরিবেশবান্ধব হচ্ছি না। আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে।