ফিচার

সাতক্ষীরায় ফ্যাসিবাদমুক্ত নববর্ষের আনন্দ শোভাযাত্রা

By daily satkhira

April 14, 2025

নিজস্ব প্রতিনিধি : ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’—এই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরায় ফ্যাসিবাদমুক্ত নববর্ষের আনন্দ শোভাযাত্রা শেষে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আজ ১৪ই এপ্রিল সকাল ৭ টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বর হতে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ফিতা কেটে এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পুলিশ মুহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বিঞ্চুপদ পাল, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপি সদস্য এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা, ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু।

এ সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়। পরে সকাল ৯ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

বর্ষবরণে বিগত বছরের জরাকে দূরে ঠেলে আজ বাংলাভাষীদের স্বপ্ন দেখার দিন, নতুন আলোয় অবগাহনের দিন, আনন্দে মেতে উঠারও দিন। হাজার বছরের ঐতিহ্যের বহমানতায় বাংলাদেশের ঘরে ঘরে আজ উৎসবের আমেজ।