ফিচার

সাতক্ষীরায় কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ষ আম জব্দ

By daily satkhira

April 16, 2025

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের অভিযানে কেমিক্যাল মিশ্রিত,পাঁচ মন অপরিপক্ষ আম জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের সঙ্গীতা মোড় এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক, পিন্টু পদ পালের নেতৃত্বে একটি দল, গোপন সংবাদের ভিত্তিতে যমুনা লাইন পরিবহনে অভিযান চালিয়ে এই কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক আম জব্দ করে।

এ সময় তিনি জানান, কালিগঞ্জ উপজেলা নলতা কাউন্টার থেকে ঢাকা যাত্রাবাড়ী এলাকায় অধিক টাকা লাভের আশায় বিক্রি করার উদ্দেশ্যে এ আম নিয়ে যাওয়া হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে নলতা থেকে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনে অভিযান চালিয়ে পাঁচ মন আম তারা জব্দ করে।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে, যমুনা লাইন পরিবহনের সাতক্ষীরা কাউন্টারের ম্যানেজার, আশিকুর রহমান শিমুলকে, অপরিপক্ষ আম পরিবহন করার কারণে ১০ হাজার টাকা জরিমানা করেন এনডিসি প্রণয় সরকার। ঘটনাস্থলে কেমিক্যাল মিশ্রিত জব্দকৃত পাঁচ মন আম বিনষ্ট করা হয়।