নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে বর্ণিল আয়োজনে পর্দা উঠলো বঙ্গবন্ধু কাপ আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের। বুধবার বিকেলে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, যুগ্ম সম্পাদক শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, শ্যামুয়েল ফেরদৌস পলাশ, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি মেম্বর লিয়াকত হোসেন, ফিংড়ির সাবেক মেম্বর জাহিদুল আনোয়ার, কোমরপুর যুব সংঘের সভাপতি মঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুরাদ, মাস্টার মহিদুল ইসলাম মহিদ, জাহাঙ্গীর ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মাহবুবুর রহমান। কোমরপুর যুব সংঘের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মো. নজরুল ইসলাম বলেন, গ্রাম বাংলার মানুষ খেলাধুলার মাধ্যমে বিনোদনের পরশ পায়। খেলাধুলা মনের প্রশান্তি এনে দিয়ে অসৎ চিন্তা ও মাদক থেকে যুব সমাজকে দূরে রাখে। এই ফুটবল খেলা যখন গ্রাম বাংলার বুক থেকে বিলুপ্তির পথে ঠিক তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে সারা দেশে হারিয়ে যাওয়া সেই আনন্দ ফিরিয়ে এনেছেন। খেলায় ১-০ গোলে কলারোয়া ফুটবল একাদশকে হারিয়ে মেসার্স সোনালী ফিস ব্যাংদহা একাদশ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ধারা বর্ণনা করেন মাহবুবুর রহমান।