ফিচার

সাতক্ষীরায় বজ্রপাতে নারী শ্রমিকের মৃত্যু

By daily satkhira

April 21, 2025

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বজ্রপাতে নারী কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো এক নারী শ্রমিক।

সোমবার বেলা ১১ টার দিকে সদরের কুশখালী ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সামেত্তভান ওরফে চেড়ী(৪২) ছয়ঘরিয়া গ্রামের আনার হোসেনের স্ত্রী। আহত খুকুমনি(৩৫) একই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয় গ্রাম পুলিশ অনাথ বলেন, সামেত্তভান ও খুকুমনি কৃষি জমিতে শ্রমিক হিসেবে কাজ করেন। আজ সকালে কুশখালী কাকমারীর বিলে ধান বহনের জন্য যান ওই দুজন।

এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই সামেতভান ওরফে চেরী নিহত হন। আহত হন খুকুমনি। খুকুমনিকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।