ফিচার

সাংবাদিক টিপুকে কারাদন্ড দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

By daily satkhira

April 23, 2025

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলা কমপ্লেক্স তৈরীর কাজের অনিয়মের তথ্য চাওয়ায় কালের কণ্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদন্ড ও ২০০ টাকা জরিমানার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচি চলাকালে বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, মমতাজ আহমেদ বাপী, আরটিভির রাম কৃষ্ণ চক্রবর্তী, আজকের পত্রিকার আবুল কাসেম, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, বাংলা ভিশনের আসাদুজ্জামান, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, এখন টিভির আহসানুর রহমান রাজিব, ডিবিসির এম বেলাল হোসাইন,মানব জমিনের এসএম বিপ্লব হোসেন প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিকদের কাজ তথ্য নেওয়া এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা। তালা উপজেলা পরিষদ ভবন তৈরীর কাজে অনিয়ম দুর্নীতির খবর পেয়ে তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। তথ্য চাওয়ায় উপজেলা সহকারি প্রকৌশলী মামুন হোসেন তাকে ছাতা দিয়ে মারপিট করেন। একপর্যায়ে টিপু আত্মরক্ষার্থে হামলাকারীকে ধাক্কা দেন বলে অভিযোগ উঠে। পরে টিপু ও মামুনের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল আধ ঘণ্টা পর ঘটনাস্থলে আসেন। তিনি প্রকৌশলী মামুন ও ঠিকাদারের নিয়োজিত শ্রমিকদের মুখে একতরফা ঘটনা শুনে নিয়ম বহির্ভুতভাবে সাংবাদিক রোকনুজ্জামানকে ১০ দিনের কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করেন।

বক্তারা বুধবারের মধ্যেই সাংবাদিক টিপুর মুক্তির দাবি জানান। একইসাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল, প্রকৌশলী মামুন হোসেনসহ হামলা ও দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বুধবারের মধ্যে রোকনুজ্জামান টিপুকে মামলা থেকে অব্যহতি দিয়ে কারামুক্ত না করা হলে বৃহষ্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।