নিজস্ব প্রতিনিধি : ইসলামী বক্তা ও শিল্পী কবির বিন সামাদকে বিএনপির সাবেক জেলা আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ কর্তৃক মাহফিলের স্টেজ থেকে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকির প্রতিবাদ, গ্রেফতার এবং শান্তির দাবিতে জেলা প্রসশাসক বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে আলেম ওলামা।
বৃহষ্পতিবার ২৪ এপ্রিল বিকাল ৫টায় সাতক্ষীরা প্রেসক্লাব সংলগ্ন সড়কে এ মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠিত বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ মিশনের সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। এসময় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম বেলালী, মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলীসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা চেয়ারম্যান আব্দুর রউফকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবী জানান।
এসময় তারা জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করে। স্মারক লিপিতে দাবী করা হয়,আমরা সাতক্ষীরার সংগ্রামী তৌহিদী জনতা। গত ২৩ এপ্রিল রাতে ২৩/০৪/২০২৫ ইং তারিখ আলিপুর চেকপোষ্ট মাদ্রসা ও মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিলে জনপ্রিয় ইসলামী বক্তা ও শিল্পী কবির বিন সামাদ আমন্ত্রিত আতিথি ছিলেন। তিনি আলোচনা পেশ করার সময় আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান ভূমিদস্যু, বাটপার আব্দুর রউফ আমন্ত্রিত আতিথি কবির বিন সামাদকে প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় মাহফিলের স্টেজে বেয়াদব, বোকাচোদা সহ অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, থাপড় দিয়ে চোখ বাস্ট করে দেওয়া এবং মারতে উদ্ধত হয় । উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান উত্তেজিত হইলে ভূমিদস্য ও বাটপার আব্দুর রউফ মাহফিলের স্টেজ থেকে নেমে যায়।
ভূমিদস্যু ও বাটপার আব্দুর রউফ জনপ্রিয় ইসলামী বক্তা ও শিল্পী কবির বিন সামাদকে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকির প্রতিবাদে, গ্রেফতার এবং শান্তির দাবিতে সাতক্ষীরার সংগ্রামী তৌহিদী জনতা সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করে।