তালা

তালায় গরু বোঝাই আলমসাধু উল্টে একজন নিহত

By daily satkhira

April 27, 2025

তালা প্রতিনিধি : সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার মির্জাপুর এলাকায় গরু বোঝাই আলমসাধু গাড়ির এক্সেল ভেঙ্গে উল্টে গিয়ে আব্দুল সালাম (৬০) নামের একজন নিহত হয়েছেন।

তিনি তালা উপজেলার পাঁচরোখি গ্রামের মৃত কিসমত মোড়লের ছেলে। এ সময় গাড়ির চালক গুরুতর আহত হয়।

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে আলমসাধু গাড়িতে গরু নিয়ে সুঁড়িখালি বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন আব্দুল সালাম। তালা উপজেলার মির্জাপুর এলাকায় পৌছালে গাড়ির এক্সেল ভেঙ্গে পড়ে।

এ সময় ঘটনাস্থলেই মারা যান আব্দুল সালাম। গুরুতর আহত হন গাড়ির চালক। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ তালা হাসপাতালে পুলিশ হেফাজতে ছিল।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।