ফিচার

সাতক্ষীরায় পৃথক দুর্ঘটনায় দু জনের মৃত্যু

By daily satkhira

April 28, 2025

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় পৃথক দুর্ঘটনায় দু জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের তারানপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে ফজলুর রহমান (৫৫) এবং কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের পুত্র নাঈম হাসান(১৮)। নিহত ফজলুর রহমান শ্যামনগর উপজেলার দরগাহপুর মাদ্রাসার আরবি প্রভাষক ছিলেন। এছাড়া নিহত নাঈম হোসেন সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, ফজলুর রহমান রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে রাতে বাড়িতে ফেরেননি। সোমবার সকালে তার লাশ পুকুরে পানিতে লাশ ভাসতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ধারনা করা হচ্ছে তার নিজস্ব পুকুরে বিদ্যুতের মোটরে সংযোগ দিয়ে গিয়ে অসাবধনাবশত বিদ্যুৎ স্পৃষ্টে মারা যান তিনি।

কেড়াগাছি গ্রামের শহীদুল ইসলাম জানান, তার ছেলে নাঈম ২০২০ সালে সেনাবাহিনীতে চাকরি পাওয়ার পর রাজশাহীতে চার মাস প্রশিক্ষণ দিয়ে বাড়ি চলে আসে। বর্তমানে সে সাতক্ষীরা সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশুনা করার পাশপাশি সদর সাবরেজিষ্ট্রি অফিসের মোহরার হিসেবে কাজ করতো। সোমবার সকালে সে কর্মস্থলে আসার উদ্দেশ্যে মটর সাইকেলে বাড়ি থেকে বের হয়। সে আগরদাড়ি মহিলা দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে সাতক্ষীরা থেকে বাঁশদহাগামি একটি পণ্যভর্তি ট্রাক-যশোর-ট-১১-১৬৫৬ তার মটর সাইকেলটি চাপা দেয়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘেষেণা করেন। জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রাশেদুজ্জামান জানান, নাঈমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা।

শ্যামনগর ও সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এছাড়া মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।