আশাশুনি

আশাশুনির কাদাকাটিতে জামায়াতের পথ সভা

By daily satkhira

April 28, 2025

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কাদাকাটিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৮ এপ্রিল)বিকালে ইউনিয়ন জামায়াত এ পথ সভার আয়োজন করে।

ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওঃ মুফতি রবিউল বাশার।

মাস্টার গোলাম মোস্তফার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নূরুল আবছার মোর্তাজা,নায়েবে আমীর মাওঃ মোশাররফ হোসেন, নুরুল ইসলাম,হাফেজ নাঈম প্রমুখ।

সভায় ইউনিয়ন সেক্রেটারী আলী হায়দার,সহ সেক্রেটারী সিদ্দিকুর রহমান,সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।