আশাশুনি

আশাশুনিতে পারিবারিক মডেল পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ

By daily satkhira

April 30, 2025

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় “বসত বাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান” শীর্ষক প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১০ টায় কৃষি অফিসারের কার্যালয় ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার অতিঃ উপ পরিচালক (শস্য) মোঃ ইকবাল আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন, অতিঃ উপ পরিচালক (পিপি) মোঃ জামাল উদ্দীন। উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে এসএপিপিও বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম, আঃ ওহাব প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ১১ ইউনিয়নের ৯৬ জন কৃষক-কৃষাণিকে গাছের চারা ৭ প্রকার, জৈব সার, এমওপি, ডিএপি ও ইউরিয়া সার, ঘেরার নেট, বীজ সংরক্ষণ পাত্র, সাইন বোর্ড ও বছর ব্যাপী বিভিন্ন সবজির বীজ প্রদান করা হয়।