আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪ টায় নিউ মার্কেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে মিনি মার্কেটস্থ ম্যানগ্রোভ সভা ঘরে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন পার্টির পৌর শাখার আহবায়ক মো: কামরুজ্জামান লিটন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ভিপি আব্দুল কাদের।
জেলা পার্টির জেলা সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা পার্টির আহবায়ক ডা: জি এম সালাউদ্দিন সাকিল, রংপুর জেলা যুবপার্টির আহবায়ক মো: মেহেদী হাসান, কালিগঞ্জ উপজেলা পার্টির সদস্য সচিব মো: কামরুল ইসলাম, দেবহাটা থানার আহবায়ক মো: আজহারুল ইসলাম, জেলা কমিটির সদস্য মো: শফিকুল ইসলাম।
সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠান মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠান অঙ্গীকার নিয়ে ৫ বছর আগে আমার বাংলাদেশ পার্টির(এবিপার্টি) যাত্রা শুরু হয়েছিল। পার্টির অঙ্গীকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি
০২.০৫.২০২৫