ফিচার

শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিরসনে কলেজ অধ্যক্ষের কাছে ১২ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

By daily satkhira

May 04, 2025

সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিরসনে কলেজ অধ্যক্ষের কাছে ১২ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা করেছে। রোববার সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেমের কাছে এ স্মারকলিপি প্রদান করেন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উত্থাপিত ১২ দফা দাবিগুলো হলো সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদের আবাসিক জিয়া হলটি দ্রুত সংস্কার করে ছাত্রদের থাকার ব্যবস্থা, কলেজ ক্যাম্পাসে ক্যান্টিন স্থাপন, ছাত্রদের কমন রুম দ্রুত সংস্কার, কলেজ ক্যাম্পাসে সব ফলজ গাছ শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত ও কলেজের মহিলা হোস্টেল প্রাঙ্গণে ধান রোপণ করায় কলেজের সৌন্দর্য নষ্ট হয় তাই এমন কাজ থেকে বিরত থাকা। এ ছাড়া মহিলা হোস্টেলের সামনে নির্দিষ্ট জায়গা ঘেরা দিয়ে বাকি জায়গাটা কলেজ ক্যাম্পাসের জন্য উন্মুক্ত করা, কলেজ ছাত্রীদের খেলাধুলার জন্য মহিলা হোস্টেলের সম্মুখে ইনডোর গেমসের ব্যবস্থা করা, কলেজের পুকুরটি ছাত্রদের ব্যবহারের উপযোগী করা, কলেজে বহিরাগতদের প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া, কলেজ শিক্ষার্থীদের গ্রুপ স্টাডি করার জন্য ক্যাম্পাসে বিভিন্ন স্থানে ছাতা স্থাপন, নিরাপত্তার স্বার্থে কলেজের দক্ষিণ প্রাচীরটি মসজিদ পর্যন্ত সম্পূর্ণ ও কলেজ ক্যাম্পাসে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলে আহবায়ক আসিফ রিপন, যুগ্ন-আহ্বায়ক আরাফাত রহমান রাব্বি, যুগ্ম আহ্বায়ক শিহাবুজ্জামান, মাসুদ আলমসহ কলেজ ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় অধ্যক্ষ স্মারকলিপি গ্রহণ করে বিষয়গুলো বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি