ফিচার

খাস জমি উদ্ধার পূর্বক ভ‚মিহীনদের মধ্যে বন্টনের দাবিতে সভা

By daily satkhira

May 10, 2025

প্রেস বিজ্ঞপ্তি : দরিদ্র পরিবারের সদস্যদের পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদের প্রতিবাদ ও খাস জমি ভ‚মিদস্যুদের কবল থেকে উদ্ধার করে দরিদ্র পরিবারদের মধ্যে বন্টনের দাবিতে সাতক্ষীরায় সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে বাংলাদেশ ভ‚মিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা ভ‚মিহীন সমিতির সভাপতি আশরাফুল ইসলাম গাজী। বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান, মহিলা সম্পাদিকা মনিরা খাতুন, মরিয়মসহ স্থানীয় ভ‚মিহীন নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, জেলায় হাজার হাজার বিঘা খাস জমি প্রভাবশালী নামধারী ভ‚মিদস্যুরা লুটেপুটে খাচ্ছে। অথছ জেলায় হাজার অসহায় ভ‚মিহীন পরিবারের মাথা গোজার ঠাঁই নেই। অবিলম্বে ওই ভ‚মিহীন দস্যুদের কবল থেকে খাস জমি উদ্ধার করে প্রকৃত ভ‚মিহীনদের মধ্যে বন্টনের দাবি জানান বক্তারা। ##