ফিচার

সাতক্ষীরায় সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

By daily satkhira

May 11, 2025

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১১ মে) সকালে শহরের উত্তর পলাশপোল এলাকায় প্রধান অতিথি হিসেবে মসজিদের তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা ও সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের সভাপতি শেখ আমজাদ হোসেন, সেক্রেটারী শেখ ওয়ালিউল ইসলাম, এ্যাড. শহিদুল্লাহ, সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব আব্দুল গফ্ফার, বড় বাজার জামে মসজিদের পেশ ইমান মুহাদ্দিস আব্দুল খালেক, ব্যাংকার মো. আব্দুল মোমেন, মফিজুর রহমান, জান্নাতুল ফিরদাউস কুরআনিয়া মাদ্রাসার সেক্রেটারী মফিজুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী আশরাফুল ইসলাম খোকন, বায়তুল ফালাহ জামে মসজিদের কোষাধ্যক্ষ মো. আফতাবুজ্জামান সুমন, মো. তফুর আলীসরদার, নজিবুর রহমান ঢালী, নুরুজ্জামান, শামিমুল ইসলাম সোহাগ, গোলাম রসুল, মো. আব্দুল মাজেদ, মো. শওকত আলী, ডা. মো. মফিজুর রহমান, সিরাজুল ইসলাম, আজগর হোসেন, আব্দুল হান্নান, মোজাম্মেল হক, আবুল হোসেন, জনি বিফ হাউজের স্বত্বাধিকারী শেখ আজহারুল ইসলাম জনি, সৈয়দ এ রহমান মুকুল ও সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মহিবুল্লাহ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহী মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা হাফিজুর রহমান।

এসময় সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদ কমিটির সদস্য, জান্নাতুল ফিরদাউস কুরআনিয়া মাদ্রাসা কমিটির সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং মসজিদের মুসুল্লীরা উপস্থিত ছিলেন।