প্রেস বিজ্ঞপ্তি : তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কার্যালয়ে মানবাধিকার সুরক্ষা কমিটি ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে যৌথ পরিকল্পনা উন্নয়ন বিষয়ক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ মে বুধবার সকালে বেসরকারি সংস্থা রিইব এর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শেখ মাসুদ রানা।
সভায় সিএসও সদস্য, স্টান্ডিং কমিটির প্রতিনিধিবৃন্দ, ইউপি সদস্য, প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, বাল্যবিবাহ নিরোধ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, গভীর নলকূপ স্থাপনের প্রস্তাবনা, নারী ও কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাজেট প্রণয়নে দলিত, প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা, মাছের ঘের মালিকদের সাথে সচেতনতা মূলক সেশন পরিচালনা, জন সাধারণের চলাচলের রাস্তা বাঁধাই সহ বর্ষামৌসুমে সকলে যাতে অবাধে চলাচল করতে পারেন প্রভৃতি বিষয়ে যৌথ উদ্যোগে পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভাটি পরিচালনা করেন, রিইব এর এরিয়া সমন্বয়কারী রেহেনা পারভীন।