ফিচার

স্বপ্নসিঁড়ির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন

By daily satkhira

May 16, 2025

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

১৬ মে ২০২৫ সন্ধ্যায় স্মার্ট মেডিকেল সেন্টারে স্বপ্নসিঁড়ির কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নসিঁড়ির সভাপতি নাজমুল হক। স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চলনায় বক্তব্য রাখেন সহ সভাপতি ওহিদুল ইসলাম, সালাউদ্দীন রানা, আসাদুল্লাহ আল গালিব, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মীর তাহমিদুর রহমান, সহ প্রচার সম্পাদক সম্পাদক বেগম নিশাত আনম, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি আল শাহরিয়ার অনিক।

প্রসঙ্গত, সাতক্ষীরার প্রাক্তন ও বর্তমান রোভার স্কাউটরা আগামী ৩০ মে তরিখের মধ্যে ফরম পূরণ করে স্বপ্নসিঁড়ির সদস্য হতে পারবেন।