ফিচার

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে কর্মশালা

By daily satkhira

May 17, 2025

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি লক্ষ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রতিনিধি দের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের ম্যানগ্রোভ সভাঘরে রুপান্তরের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম।

আশ্বাস-মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য” শীর্ষক প্রকল্পের আওতায় ও উইনরক ইন্টারন্যাশনাল, বাংলাদেশের সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ, আশ্বাস প্রকল্পের ফিন্যান্স অফিসার সুমন চন্দ্র, আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার দিপ্তি রায়, মাহবুবুর রহমান ও কুমারেশ চন্দ্র মন্ডল সহ ইউনিয়নের উদ্যোক্তা’রা।

কর্মশালায় ডকুমেন্টারি মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের মানব পাচার শিকার ডকুমেন্ট চিত্র সচেতন মূলক হিসেবে প্রদর্শন করে।

কর্মশালায় আরো বলা হয়, মানুষ যতো আধুনিক হচ্ছে পাচারের পদ্ধতি ততো পরিবর্তন হচ্ছে। নতুন নতুন ফন্দি-ফিকির নিয়ে পাচারকারীরা মানুষের কাছে যাচ্ছে। সে কারণে মানুষকেও এসব বিষয়ে সঠিক তথ্য দিয়ে সতর্ক করা দরকার। মানুষ কতভাবে প্রতারিত হতে পারে সেসব বিষয়ে জানাতে হবে। তা না হলে মানব পাচার প্রতিরোধে কাঙ্খিত সুফল পাওয়া যাবে না। একইসাথে আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে পাচারকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে। পাচারকারীদের চিহ্নিত করে তাদেরকে সমাজের সামনে তুলে ধরতে হবে। মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সারভাই ভারদের সুরক্ষা বিষয়ক কর্যক্রমে ইউডিসি প্রতিনিধিরা ডিজিটাল সেন্টারের মাধ্যমে প্রচারণা চালাবেন।