প্রেস বিজ্ঞপ্তি : খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০মে) সকালে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা আনুলিয়া শাখা অফিসের আয়োজনে হাজী মার্কেট এলাকায় দুদিন ব্যাপী এই ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডেপুটি চিফ হেলথ্ অফিসার ডা. মো: আফজাল হোসেন, বেসরকারি সংস্থা আশার জেলা ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, আনুলিয়া ব্রাঞ্চের ম্যানেজার মো. বাশির উদ্দিন, আনুলিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্রের হেল্প সেন্টার ইনচার্জ ডা. নিত্যানন্দ প্রমূখ।
২০-২১ মে দুইদিন ব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি, ফিজিওথেরাপি, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে ঔষদ বিতরণ এবং ৫-১৬ বছর বয়সী বিশোর বিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। প্রায় ৪ শতাধিক রোগী বিনামূল্যে এসব সেবা গ্রহণ করবেন বলে জানান কর্তৃপক্ষ।