ফিচার

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মানববন্ধন

By daily satkhira

May 21, 2025

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার উন্নয়নের দাবিতে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা কালেক্টরেট অফিস এর সামনে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জিএম নূর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সামাজিক ব্যক্তিত্ব ডা. আবুল কালাম বাবলা,বিএনপি নেতা কামরুল ইসলাম ফারুক,ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু,অধ্যাপক নূর মোহাম্মদ পাঁড়,অধ্যাপক মোজাম্মেল হক প্রমুখ।

বক্তারা বলেন, নাভারন থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত প্রস্তাবিত রেললাইনটি দ্রুত বাস্তবায়ন, জলাবদ্ধতা নিরসনে সংস্কারসহ প্রাণসায়ের খালের দুইপার্শ্বে সৌন্দর্যবর্ধন এবং পানি প্রবাহ নিন্ডিত করতে হবে।

এছাড়া সাতক্ষীরা জেলাকে ‘এ’ গ্রেড করার নিমিয়ে তালা উপজেলার পাটকেলঘাটাকে উপজেলা হিসাবে বাস্তবায়ন ও সুন্দরবন টেক্সটাইল মিলসকে দ্রুত চালু করতে হবে।