ফিচার

সাতক্ষীরার কুমিরার দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু

By daily satkhira

May 21, 2025

সাতক্ষীরার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিস্টার ম্যানেজমেন্ট কোর্স শুরু হয়েছে।

বাংলাদেশ স্কাউটস, সমাজ উন্নয়ন বিভাগ কর্তৃক আয়োজিত ১৯-২৩ মে ২০২৫ অনুষ্ঠিত কোর্সে কোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (প্রোগ্রাম ও আন্তর্জাতিক) মোঃ সায়েদ বাসিত। কোর্স সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান।

প্রশিক্ষক হিসেবে আছেন এএলটি খানজাহান আলী, এস এম আব্দুর রশিদ, মাগুরা জেলার রওশন আরা পারভীন, বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের যুগ্ম সম্পাদক মোঃ মনিরুজ্জামান, স্বপ্নসিড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপ এর সম্পাদক নাজমুল হক প্রমুখ।

প্রশিক্ষণ কর্মসূচিতে সাতক্ষীরা জেলা স্কাউটস এর কমিশনার আব্দুল মাজেদ, সম্পাদক জাহাঙ্গীর আলম সার্বিক সহযোগিতা প্রদান করছেন। প্রশিক্ষণে রোভার স্কাউট ও স্কাউট লিডাররা দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করছেন। প্রেস বিজ্ঞপ্তি