আশাশুনি

আনুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট সভা

By daily satkhira

May 22, 2025

আশাশুনি প্রতিনিধি:

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ২০২৫ এর বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ওয়াটার এইড বাংলাদেশ ও সুইস কন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় রূপান্তরের গোফর ইম্প্যাক্ট প্রজেক্ট এর মাধ্যমে প্রাক বাজেট সভায় সভাপতিত্ব করেন আনুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুস।

এ সময় ইউপি সদস্যবৃন্দ, স্ট্যান্ডিং কমিটি ও ইউ ডিসিসি কমিটির সদস্যবৃন্দ ও সাধারণ জনগণের প্রতিনিধিবৃন্দ, রূপান্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাহিদ হাসান উদয়, রায়হান উদ্দিন প্রমুখ।