আশাশুনি

আশাশুনিতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু 

By daily satkhira

May 22, 2025

আশাশুনি প্রতিনিধি :

সাতক্ষীরার আশাশুনিতে পানিতে ডুবে রওশান আলী (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার সকালে কাদাকাটি বিলে এঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা গেছে,রওশন আলী বৃহস্পতিবার সকালে গরু খুঁজতে বাড়ি থেকে বাহির হন। অনেক বেলা হলেও না ফেরায় বাড়ির লোকজন উৎকন্ঠায় ছিল। বেলা ১১টার দিকে মহিদুল নামে এক ব্যক্তি পার্শ্ববর্তী খালে মৃতদেহ ভাসতে দেখে জানালে পাশের লোকজন মৃতদেহ দেখতে ভীড় জমায়।

বিষয়টি আশাশুনি থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হলে পুলিশ পরিদর্শক(তদন্ত)আব্দুল ওয়াদুদ ঘটনাস্থলে পৌঁছে লাশটি খাল থেকে উঠানোর ব্যবস্থা করেন।

এসময় রওশন আলীর পরিবারের লোকজন লাশ শনাক্ত করেন। মৃতের ছেলে খোকন সরদার বলেন,থানায় সংবাদ দিলে পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ উপস্থিত হয়ে লাশ উঠালে দেখে চিনতে পারি।