ফিচার

আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের মাসিক সভা

By daily satkhira

May 23, 2025

আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় কামালনগরস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মো: গোলাম রসুল রাসেল।

জেলা কমিটির আয়োজনে সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মো: মফিজুর রহমান, গাজী আব্দুস সামাদ, স্বপন সানা, মিজানুর রহমান, রফিকুল ইসলাম(রাসেল), এড. মো: নুর আলী, শেখ ইমরান আলী, আমিরুল ইসলাম, জাকির হোসেন বাবু, ডা: হাবিবুর রহমান প্রমুখ। পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম রেজাউল করিম রেজা।

আলোচনাসভায় সাতক্ষীরায় বাল্য বিবাহ প্রতিরোধ ও মাদকমুক্ত যুব সমাজ গড়ার পাশাপাশি ন্যায় বিচার বঞ্চিত অসহায় মানুষের আইনী সহযোগিতা দেওয়ার বিষয়ে মত প্রকাশ করেন বক্তারা। এছাড়া দ্রæত প্রতিটি উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি