তালা

তালা থেকে সাংবাদিক সৌরভের মোটরসাইকেল চুরি

By daily satkhira

May 25, 2025

নিজস্জ প্রতিনিধি : সাতক্ষীরার তালা থেকে ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাপার্সন সোহরাব হোসেন সৌরভের এফজেড মোটরসাইকেল চুরি হয়েছে। উপজেলার আগোলঝাড়া আটারই ঢেঙ্গার বিলে রোববার বিকেলে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগীতার সংবাদ সংগ্রহ করতে যেয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। এঘটনায় তালা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সোহরাব হোসেন সৌরভ জানান, ঘোড়দৌড় প্রতিযোগিতার আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি মো. হাবিবুল ইসলাম হাবিব। ঘৌড়দৌড় প্রতিযোগীতার সংবাদ সংগ্রহের জন্য তিনি ও অপর সাংবাদিক মামুন হোসেন তার ব্যবহৃত এফজেড (ভার্সন-২) নীল রঙের মোটরসাইকেলটি আগরঝাড়া গ্রামস্থ জালাল শেখের বাড়িতে রেখে যান। সংবাদ সংগ্রহ শেষে ফিরে এসে তিনি মোটরসাইকেলটি আর খুঁজে পাননি।

তিনি আরও জানান, একই জায়গায় অনেকগুলো মোটরসাইকেল থাকলেও সেখান থেকে শুধু তার মোটরসাইকেলটি চুরি হয়।

এবিষয়ে তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন,তিনি সংবাদ পাওয়া মাত্র বিভিন্ন জায়গায় বার্তা পাঠিয়েছেন। মোটরসাইকেলটি উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।

সাংবাদিক সোহরাব হোসেন সৌরভের মোটরসাইকেল চুরির ঘটনায় দু:খ প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব।