ফিচার

সাতক্ষীরায় ৪ দফা দাবিতে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন

By daily satkhira

May 25, 2025

নিজস্ব প্রতিনিধিঃ দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার পরিচালনা ও সু-সংহত করণ প্রকল্পের (২ পর্যায়ে) অনুমোদন ও ঈদুল আযহার পূর্বে বকেয়া বেতন-ভাতা সহ ৪ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও জেলা প্রশাসক মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি জেলা শাখার আয়োজনে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি জেলা শাখার সভাপতি হাফেজ মাওঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ জহুরুল ইসলাম,কোষাধক্ষ্য কাজী নাজমুল হক, সংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ আরো অনেকে।

মানববন্ধন বক্তরা বলেন,ইসলামিক ফাউন্ডেশনের অধীনে সারা দেশে ১ হাজার ১০টি দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও অফিস সহায়ক কর্মচারীরা দীর্ঘ ৫ মাস যাতব বেতন ভাতা বোনাস পাচ্ছে না। এসব শিক্ষাক শিক্ষিকরা বেতন ভাতা বঞ্চিত হওয়ায় দুর্বিষহ জীবন-যাপন করছে। এতে মাদরাসা শিক্ষা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। বিগত ঈদুল ফিতরে তারা বেতন বোনাস না পাওয়ায় ঈদের সেমাই চিনি পর্যন্ত কিনতে পারেনি। দ্বিতীয় পর্বের প্রকল্প পাশ না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ২০২০ সালে প্রকল্পে কর্মরত শিক্ষক-শিক্ষিকাগণের বেতন বোনাসসহ এক বছরের পাওনাদি পরিশোধ করা হয়নি। আমরা চায় দারুল আরকাম ইবতদায়ী মাদ্রাসা পরিচালনা ও সু-সংহত করণ প্রকল্প ২য় পর্যায়ের দ্রুত অনুমোদন ও আসন্ন ঈদুল আযহার পূর্বে বকেয়া বেতন-ভাতা দাবি করেন। মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।