নিজস্ব প্রতিনিধি : নান্দনিক ডিজাইন ও গুণগত মানের টাইলসের নিশ্চয়তা নিয়ে সাতক্ষীরায় উদ্বোধন হলো ফ্রেস সিরামিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুমের। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে সোমবার বেলা ১২টায় সার্কিট হাউজ মোড়ে ‘টাইলস গ্যালারী এন্ড স্যানেটারী’ শোরুমটির উদ্বোধন করা হয়।
শোরুমটির উদ্বোধন করেন জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ শেখ আজহার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আলহাজ¦ দ্বীন আলী, ফ্রেশ সিরামিকসের সিও এ.কে.এম জিয়াউল ইসলাম, জেনারেল ম্যানেজার ইফতেখার আলম,
খুলনা বিভাগীয় ম্যানেজার মিজানুর রহমান, ‘টাইলস গ্যালারী এন্ড স্যানেটারী’র স্বত্বাধিকারী মফজুলার হক সুমনসহ বিশিষ্ট ব্যক্তিরা। এখানে গ্রাহকেরা ফ্রেশ সিরামিকসের সব সাইজ ও ডিজাইনের টাইলস পাবেন। ##