ফিচার

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা

By daily satkhira

May 27, 2025

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল,

সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, দেবহাটার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা কমিটির সদস্য ইমরান বাশার, এসআই সুজন তালুকদার, টাউনশ্রীপুর বিজিবির সুবেদার আরজুল বিশ্বাস, দেবহাটা বিওপির কমান্ডার বশির আহম্মেদ, সাংবাদিক সিরাজুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা, ভূমিহীন জনপদের শান্তি বজায় রাখা, রুপসী ম্যানগ্রোভের ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ সংস্কারের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।