ফিচার

শ্যামনগরে ফ্রেন্ডলি ব্যাকআপ টিমের উদ্যোগে মাদ্রাসায় সিলিং ফ্যান বিতরণ

By daily satkhira

June 19, 2025

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে ফ্রেন্ডলি ব্যাকআপ টিমের উদ্যোগে মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় কাশিমাড়ি ইউনিয়নে শংকরকাটি সুমাইয়া (রা:) হুফফাজুল কুরআন মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য দুটি সিলিং ফ্যান প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে ফ্রেন্ডলি ব্যাকআপ টিমের সভাপতি শেখ মাহমুদুল হাসান বলেন সুবিধাবঞ্চিত মাদ্রাসার শিক্ষার্থীদের গরমের কষ্ট লাঘব করার চেষ্টা করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক কথা বলেন তিনি। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মুফতি সোহেল আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডলি ব্যাকআপ টিমের সহ-সভাপতি আদনান মুত্তাকী, সদস্য মোঃ আশিক এলাহী, মোঃ তাবিব, মোঃ মনিরুল ইসলাম ও রকি জামান৷